এবারের বইমেলায় গতবারের চেয়ে ৫ কোটি টাকার কম বই বিক্রি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৯:২৩ পিএম

এবারের বইমেলায় গতবারের চেয়ে ৫ কোটি টাকার কম বই বিক্রি

চলতি বছরের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বিক্রি কমেছে। গত বছরের বইমেলায় ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল৷

মঙ্গলবার অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর বইমেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৭৫০টি। গত বছর নতুন বই এসেছিল ৩ হাজার ৪১৬টি।

মুজাহিদুল ইসলাম বলেন, বইমেলা কমিটির দেওয়া ফরমে প্রকাশকরা যে তথ্য দিয়েছেন তা থেকে এই উপাত্ত প্রকাশ করা হয়েছে৷ কিন্তু নতুন বই বা বই বিক্রির তথ্যটি সঠিক নয় বলে বইমেলা পরিচালনা কমিটি মনে করে। অনেক প্রথিতযশা প্রকাশকও নতুন বই কিংবা বই বিক্রির তথ্য পূর্ণাঙ্গভাবে দেননি।

এবারের মেলায় ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে জানিয়ে কে এম মুজাহিদুল ইসলাম আরও বলেন, “ প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫০টি নতুন বই। গত বছর নতুন বই প্রকাশিত হয়েছিলো ৩ হাজার ৪১৬টি। বাংলা একাডেমি কর্তৃক এ বছর ৭২২টি নিবন্ধিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এবার মেলায় দর্শনার্থীর সংখ্যা ছিলো ৬৩ লাখের কিছু বেশি।”

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বিশেষ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলতি বছর অমর একুশে বইমেলা শুরু হয় ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনই। ওইদিন সশরীরে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনাগাড়ে টানা ২৮ দিন ধরে মেলা চলে।

Link copied!