নীলফামারীতে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান, গ্রেপ্তার ৫

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২১, ০৬:৪৯ পিএম

নীলফামারীতে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান, গ্রেপ্তার ৫

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ’র(জেএমবি)  রংপুরের সামরিক শাখার প্রধানসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশান ব্যাটালিয়ন(র‌্যাব)। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যাবের একটি টিম ওই অভিযান পরিচালনা করে। এর আগে, শনিবার ভোর থেকেই সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পুটিহারি মাঝাপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয়।

র‌্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন দ্য রিপোর্ট ডট লাইভকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “অভিযানে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসসহ(আইইডি) বেশ পরিমান বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।” বিকেল তটার দিকে রংপুরের আলমনগরে র‌্যাব-১৩ এর কার্যালয়ে  প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলেও তিনি জানান।

র‌্যাব সূত্রে জানা যায়,  শনিবার ভোর থেকেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি আস্তানা সন্দেহে নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকা ঘিরে রাখে র‌্যাব-১৩ ব্যাটালিয়নের একটি টিম। রংপুর থেকে র‌্যাবের বোম ডিস্পোজাল টিম সেখানে পৌঁছানোর পর অভিযান শুরু হয়। শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) ও লিগাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক নীলফামারী সদর উপজেলার ঘটনাস্থলে পৌঁছান।

Link copied!