বিশ্বব্যাপী জনপ্রিয়, সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক উইলবার স্মিথ (৮৮) আর নেই। শনিবার (১৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বাসায় মারা যান তিনি। স্মিথের বিভিন্ন বইয়ের প্রকাশক এ তথ্য নিশ্চিত করেছেন বলে সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে জানা যায়।
উইলবার স্মিথ বুকস ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বের সর্বাধিক পাঠকপ্রিয় বইয়ের লেখক স্মিত আর নেই। মৃত্যুকালে স্ত্রী নিসো লেখকের পাশে ছিলেন।
জীবদ্দশায় সব মিলিয়ে ৪৯টি বই লিখেছেন লেখক উইলবার স্মিথ। বিশ্বের ৩০টি ভাষায় অনুবাদ হয়েছে তার বইগুলো, বিক্রি হয়েছে ১৪০ মিলিয়নেরও বেশি কপি।
১৯৬৪ সালে প্রথম উপন্যাস 'হোয়েন দ্য লায়ন ফিডস' প্রকাশের পরপরই তা ব্যাপক জনপ্রিয়তা পায়। উইলবার স্মিথের ব্যক্তিগত জীবনও ছিল তার বইয়ের মতোই রোমাঞ্চকর।
দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা শেষে কিছুকাল সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। অ্যাকাউন্টেন্টের চাকরি করার সময়ই প্রথম উপন্যাস লিখেন। তার উপন্যাসগুলো অধিকাংশ সময়ই তিনটি সিরিজের যেকোনো একটির অন্তর্ভুক্ত ছিল। সিরিজগুলো হলো- কোর্টনি, প্রাচীন মিশর ও ব্যালান্টাইন।
উইলবার স্মিথ ১৯৩৩ সালের ৯ জানুয়ারি জাম্বিয়াতে জন্মগ্রহণ করেন। বিগত চার দশক ধরে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ইতিহাস সমৃদ্ধ বই রচনা করেছেন উইলবার স্মিথ। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ, দুই ধরনের মানুষের দৃষ্টিকোণ থেকেই লিখেছেন তিনি।