তিন দিনে আবারও কমলো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক

অক্টোবর ১, ২০২৩, ০৩:০৫ এএম

তিন দিনে আবারও কমলো স্বর্ণের দাম

সংগৃহীত ছবি

দিন তিনেক আগেও দেশের বাজারে স্বর্ণের ভরির দাম ছিল লাখের ওপরে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর দাম কমে দাঁড়ায় ৯৯ হাজার ৯৬০ টাকায়। ৩০ সেপ্টেম্বর আবারও দাম কমলো স্বর্ণের।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের; অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন থেকে ৯৮ হাজার ২১১ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম কমেছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সমিতি। রবিবার অক্টোবর মাসের প্রথম দিন থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আগামীকাল রবিবার থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমবে। এতে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ৯৮ হাজার ২১১ টাকা।

এ ছাড়া হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৬৬ হাজার ৯৫১ টাকায় বিক্রি হবে। এর মধ্যে ২১ ক্যারেটে স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ১৬৭ টাকা দাম কমেছে।

আজ পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৯৯ হাজার ৯৬০ টাকা, ২১ ক্যারেট ৯৫ হাজার ৪১২ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ৭৬৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ৬৮ হাজার ১১৮ টাকায় বিক্রি হয়েছে।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকছে। হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম এখন ১ হাজার ৭১৫ টাকা।

Link copied!