বৃষ্টিতে বেড়েছে সবজির দাম, চালের বাজারে কিছুটা স্বস্তি

অর্থ-বাণিজ্য ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৩, ০১:৩৯ পিএম

বৃষ্টিতে বেড়েছে সবজির দাম, চালের বাজারে কিছুটা স্বস্তি

সংগৃহীত ছবি

সপ্তাহের শুরুতে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে। তবে দাম কমেছে চালের। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারেও আসতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে এসেছে নতুন আলু। তবে গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়ে এখন ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো আলু ৪৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫ টাকা। কয়েকদিন আগেও যে লাউ বিক্রি হতো ৪০ টাকায়, সেটি এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। ৩০ টাকা দামের ফুলকপি বেড়ে হয়েছে ৪০ টাকা।

বাজারে দুই জাতের বেগুনেই কেজিপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। শিমের কেজি ছিল ৪০ থেকে ৫০ টাকা, বেড়ে হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। ২০ টাকা কেজির মুলা বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। বেড়েছে কাঁচা মরিচের দামও। ৮০ টাকা কেজির কাঁচা করিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। বাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে ধনিয়া পাতার। ৬০ টাকা কেজির ধনিয়া পাতা তিনগুণ বেড়ে হয়েছে ১৮০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর টানা বৃষ্টির কারণে আড়তে সবজির সরবরাহ কমে গেছে। এ কারণে দামও কিছুটা বেড়েছে।

নতুন চাল কেজিতে ৩ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমন ধান পুরোপুরি তোলার পর দাম আরও কমবে বলে আশা তাঁদের।

Link copied!