ই কমার্স : ক্রেতা পণ্য না পাওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা থাকবে

নিজস্ব প্রতিবেদক

জুন ২৪, ২০২১, ১১:৪৮ পিএম

ই কমার্স : ক্রেতা পণ্য না পাওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা থাকবে

ই কমার্স থেকে পণ্য কিনে তা হাতে না পাওয়া পর্যন্ত তা বাংলাদেশ ব্যাংকের কাছে থাকবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ক্রেতা ও বিক্রেতার পেমেন্ট গেটওয়ে হিসেবে কাজ করবে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ‘ ডিজিটাল কমার্সের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

রিভিউ নিশ্চিত করে টাকা পরিশোধ

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বলেন, ই কমার্স খাতে অগ্রিম টাকা দেয়া হলে তা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা থাকবে। ক্রেতা পণ্যের রিভিউ নিশ্চিত করার পর সেই টাকা বিক্রেতাকে পরিশোধ করা হবে।

এসময়ে ই ক্যাবের সভপতি শমী কায়সার ও সাধারন সম্পাদক আবদুল ওয়াহিদ তমাল উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক, আইসিটি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

Link copied!