এলপিজির দামের তালিকা দোকানে টাঙাতে হবে

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩, ২০২২, ০৯:২৫ পিএম

এলপিজির দামের তালিকা দোকানে টাঙাতে হবে

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমেছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৫০ টাকা। এনিয়ে ১ হাজার ১৭৮ টাকায় কেনা যাবে ১২ কেজির সিলিন্ডার। আর এই এলপিজির দামের তালিকা দোকানে টাঙাতে নির্দেশ দিয়েছে  বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (৩ জানুয়ারি) এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ বিষয়ে বিইআরসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই- এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও কামরুজ্জামানের উপস্থিতিতে ভার্চুয়াল প্লাটফর্মে এ ঘোষণা দেওয়া হয়।

বিইআরসির সদস্য মকবুল ই ইলাহী বলেন, “বসুন্ধরাসহ বেশ কিছু কোম্পানির সঙ্গে আমরা আলোচনা করেছি, যাতে তাদের কোম্পানির এলপিজি বিক্রি করা দোকানগুলোতে কমিশনের নির্ধারণ করা দামের তালিকা প্রদর্শন করা হয়। ইতোমধ্যে অনেকেই রাজি হয়েছেন। আশা করছি, সবাই এই তালিকা প্রদর্শন শুরু করবে।”

নির্ধারিত দাম অনুযায়ী ভোক্তারা এলপিজি ক্রয় করবে জানিয়ে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, “কোথাও এই নির্ধারিত দামের বেশি বিক্রি করলে জ্বালানি বিভাগের ভ্রাম্যমাণ আদালত পর্যবেক্ষণ করবে এবং ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, “কোনো কিছু টেকসই করতে সময় লাগে। এই খাত প্রায় পুরোটাই বেসরকারি নির্ভর, এখানে স্বাভাবিক নিয়মে যেতে কিছু সময় লাগতে পারে।

প্রসঙ্গত,  গত ২০২১ সালে টানা পাঁচদফা এলপিজির দাম বাড়ানো হয়। সর্বশেষ গত  ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি। এটি ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরবর্তীতে গত ৩ ডিসেম্বর দাম কমিয়ে এক হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।

Link copied!