চালকদের আয় বাড়াতে কমিশন কামালো ‘পাঠাও’

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ০৪:৫৬ এএম

চালকদের আয় বাড়াতে কমিশন কামালো ‘পাঠাও’

দেশীয় বাইক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ’পাঠাও’ তাদের কমিশনের পরিমাণ কমিয়েছে। আগের কমিশন শতকরা ১৫ ভাগ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে এনেছে। ফলে েবাড়বে চালকদের আয়। 

এ সিদ্ধান্তের ফলে এখন থেকে পাঠাওয়ের চালকরা ট্রিপের ভাড়া হতে সর্বোচ্চ ৯০ শতাংশ আয় করতে পারবেন।

বুধবার (২৪ নভেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) হতে এ নতুন নীতি কর্যকর হবে।

পিক আওয়ারে (সকাল ৮টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত) পাঠাও বাইকে ১০ শতাংশ কমিশন নেবে। এবং অফ পিক আওয়ার সর্বোচ্চ ১৫ শতাংশ কমিশন নেবে।

পূর্বে ঢাকায় পাঠাও বাইকে ১৫ শতাংশ এবং চট্টগ্রাম ও সিলেটে ২৫ শতাংশ কমিশন নেওয়া হতো। তবে নতুন নির্ধারিত এই কমিশন সারাদেশের জন্য প্রযোজ্য হবে।

পাঠাও এর সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ বলেন, “পাঠাও এর সাথে থাকা বিশাল রাইডার কমিউনিটির ইনকাম আরও বাড়াতে এবং তাদের নিরাপদ ও নির্ভরযোগ্য রাইড শেয়ারিং সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ পাঠাও বাইকে কমিশন কমিয়ে আনা হয়েছে।”

Link copied!