প্রাক-প্রাথমিকে ক্লাস ২০ মার্চ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২২, ০২:৫৪ পিএম

প্রাক-প্রাথমিকে ক্লাস ২০ মার্চ শুরু

করোনা সংক্রমণের কারণে দ্বিতীয় দফায় প্রায় দেড় মাস বন্ধের পর আবার শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস। তবে বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস। কোভিড পরিস্থিতি বিবেচনায় যা শুরু হতে পারে আগামী ২০ মার্চ থেকে।

তবে এরই মধ্যে ঢাকা মহনগরের বেশ কয়েকটি কিন্ডারগার্ডেন প্লে, নার্সারি, কেজি শ্রেণির শিক্ষার্থীদের সশরীরের বিদ্যালয়ের আসার তারিখ ঘোষণা দিয়েছে।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমার সই করা প্রাথমিকের ক্লাস রুটিন থেকে এ তথ্য জানা যায়।

ক্লাস রুটিনে বলা হয়, প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণি কার্যক্রম কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে শিক্ষক সহায়িকায় প্রদত্ত রুটিনের আলোকে পরিচালিত হবে।

ক্লাস রুটিনে বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি চিহ্নিত করে বিশেষ শ্রেণি কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

Link copied!