এপ্রিল ১, ২০২২, ১২:২৩ পিএম
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলে। ১০০ নম্বরের এমসিকিউতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। সারাদেশের সরকারি মেডিকেল কলেজের মোট ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে এবার মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।