দেশের মেডিকেল কলেজগুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১০ মার্চ অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে, আগামী মার্চ মাসে রোজা শুরুর আগের সপ্তাহে ভর্তি আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কারণে ১৭ মার্চ ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব নয় বলে সভায় জানিয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ওই সূত্র আরও জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য কমপক্ষে একমাস বিরতি দেওয়া হবে। সে হিসেব করে আগামী ১০ মার্চ ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে।
শিগ্রই বিস্তারিতসহ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।