সিকিমে আকস্মিক বন্যা; নিখোঁজ ২৩ জন সেনা সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৪, ২০২৩, ০৪:৫০ পিএম

সিকিমে আকস্মিক বন্যা; নিখোঁজ ২৩ জন সেনা সদস্য

ছবি: দ্য হিন্দু

রাতভর ভারী বৃষ্টিতে ভারতের সিকিমে তিস্তা নদীতে আকস্মিক বন্যায় ২৩ জন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, তাদের খুঁজে বের করার জন্য ব্যাপক তল্লাশি চলছে। 

মঙ্গলবার সিকিমে ব্যাপক বর্ষণে উত্তর সিকিমের লোনাক হ্রদ উপচে পড়ে। এতে অতিরিক্ত পানি তিস্তা নদীতে চলে আসায় পানির স্তর বেড়ে সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

এ ছাড়া লাচেন উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, লাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে হঠাৎ করে পানির স্তর ১৫ থেকে ২০ ফুট উঁচুতে প্লাবিত হয়। এর ফলে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ২৩ জন সেনা সদস্য নিখোঁজ এবং কিছু যানবাহন পানির নিচে ডুবে যায়।

Link copied!