আগুন: ঘুম থেকে চিরঘুমের দেশে ভারতের ১১ শ্রমিক

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২২, ০১:২৭ পিএম

আগুন: ঘুম থেকে চিরঘুমের দেশে ভারতের ১১ শ্রমিক

ভারতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ভারতের হায়দরাবাদে একটি বাতিল জিনিসপত্র বা বর্জ্যের গুদামে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে হায়দরাবাদের ভৈগুদা নামের ওই এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গুদামে আগুন লাগার পর সেখান থেকে জীবন বাঁচিয়ে বের হয়ে আসতে সক্ষম হয় এক দগ্ধ শ্রমিক। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই শ্রমিকেরা বিহার থেকে এসেছিলেন। তারা পরিযায়ী শ্রমিক।

পুলিশ জানায়, বাতিল জিনিসপত্রের ওই গুদামের ভেতরে ১২ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বের হওয়ার জন্য একটি শুধু একটি দরজাই আছে, যেটি অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকতা জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান, গোডাউনটির ভেতরে ঘুমিয়ে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে একজন বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। বাকি ১১ জনের মরদেহ আমরা উদ্ধারের চেষ্টা করছি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Link copied!