একটু অভ্যাসেই সম্ভব স্মার্ট হওয়া

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২২, ০৪:৪৮ পিএম

একটু অভ্যাসেই সম্ভব স্মার্ট হওয়া

স্মার্ট হতে চাই আমরা অনেকেই। কিন্তু নিজেকে কিভাবে স্মার্ট হিসেবে প্রেজেন্ট করা যায় সেটি নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই। আপনাদের এই চিন্তা থেকে মুক্তি দিতে আজ জানাব কিছু উপায়। 

স্মার্ট হতে চান? বেশি কিছু করতে হবে না। কেবল নিয়মিত কিছু অভ্যাসই আপনাকে স্মার্ট করে তুলবে সবার চোখে। অনেকে ভাবেন, দামি পোশাক, দামি অনুষঙ্গই স্মার্টনেস তৈরি করে। জানিয়ে দিচ্ছি, আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল।

স্মার্টনেস আসলে কী?

কিভাবে স্মার্ট হওয়া যায় তা জানার আগে জানুন স্মার্টনেস বিষয়টি কি? 

নিজের বাহ্যিক ও অন্দরের ভালো দিকগুলো দিয়ে নিজেকে সাজিয়ে তোলাই স্মার্টনেস। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারা, বুদ্ধিমত্তা ও রসবোধে সঠিক সমন্বয় করতে পারা, কঠিন পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাতে পারা- এই গুণগুলো স্মার্টনেসের অংশ।

অভ্যাসেই হয়ে উঠুন স্মার্ট

এই স্মার্টনেস পেতে হলে কিছু অভ্যাসে নিজেকে অভ্যস্ত করতে হবে। প্রবাদে আছে, মানুষ অভ্যাসের দাস। অভ্যাস করতে করতে আপনিও হয়ে উঠতে পারবেন দারুণ স্মার্ট!

যোগাযোগের পরিমাণ বাড়ান

স্মার্টনেস বাড়াতে চাইলে অবশ্যই মানুষের সঙ্গে যোগাযোগের মাত্রা বাড়াতে হবে। অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন। কারও সঙ্গে দীর্ঘ আলোচনা করতে চাইলে শুরুতেই নিশ্চিত হয়ে নিন তিনি ফ্রি আছেন কি না। যার সঙ্গে কথা বলছেন খেয়াল রাখবেন আপনার প্রশ্ন বেশি মাত্রায় ব্যক্তিগত যেন না হয়ে যায়। সবসময় ভালো কাজের প্রশংসা করুন ও ইতিবাচক চিন্তা করুন। আপনার চোখে যে ব্যক্তিটি স্মার্ট তার কথা বলার ধরন, অন্য কারও সঙ্গে কিভাবে সে কথা বলছে সেসব বিষয় লক্ষ্য করুন।

পরিষ্কার ও মার্জিত পোশাক পরুন

দামি পোশাক নয় বরং চেষ্টা করুন সবসময় পরিস্কার ও মার্জিত পোশাক পরতে। যেখানে যাচ্ছেন সে স্থানের সম্পর্কে আগেই জানা থাকলে চেষ্টা করবেন সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যায় তেমন পোশাক পরিধান করতে। অফিসের পোশাক পার্টিতে বা পার্টির পোশাক শোক অনুষ্ঠানে নিশ্চয়ই মানায় না! অবস্থান বুঝে পোশাক পরবেন এবং অবশ্যই পরিষ্কার পোশাক পরবেন।   

রুটিন মেনে কাজ করুন

স্মার্ট মানুষরা সময় মেনে সব কাজ করার চেষ্টা করে। চেষ্টা করুন সাপ্তাহিক রুটিন করে ফেলার। কখন কি করবেন এবং কিভাবে করবেন সেগুলো লিখে রাখতে পারেন একটি ডায়রিতে। প্রতি রাতে ঘুমানোর আগে দিনের কাজ ও পরের দিনের করণীয় চেক করুন। কঠিন কাজের জন্য নিজেকে পুরস্কার দিতে পারেন।

বই পড়ুন

স্মার্ট হতে হলে পড়তে হবে প্রচুর। যত বেশি পড়বেন তত বেশি আপনার জানার পরিধি বাড়বে ও আপনি নিজের জ্ঞানের ব্যবহার করে সবার মাঝে নিজেকে স্মার্ট হিসেবে প্রেজেন্ট করতে পারবেন। বই পড়ুন সে বিষয়ে অন্যদের সঙ্গে কথা বলুন তাহলে দেখবেন নিজেকে সমৃদ্ধ হিসেবে দেখতে পাবেন।

সংবাদপত্র পড়ুন

স্মার্টনেসের সবচেয়ে বড় জায়গা হচ্ছে চলতি বিষয়গুলো নিয়ে কথা বলতে পারা। বন্ধুদের আড্ডায় কিংবা কলিগদের সঙ্গে চা খেতে গিয়ে সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয় নিয়ে আপনি যদি নিজের মতামত দিতে পারেন তাহলে দেখবেন সবাই আপনাকে স্মার্ট হিসেবেই দেখবে। প্রতিদিন সংবাদপত্র পড়ুন, কি ঘটছে দেশে-বিদেশে সেদিকে চোখ রাখুন। 

না বলতে শিখুন

যেসব কাজের ব্যাপারে আপনার নেতিবাচক ধারণা সেসবে সরাসরি না বলতে শিখুন। একবার না বললে সেই জায়গায় নিজেকে অটল রাখুন। কারও নেতিবাচক কাজ বা সঙ্গকে প্রশয় দিবেন না। যা কিছু খারাপ সেগুলোকে এড়িয়ে চলুন।

এবার বলুন তো, স্মার্ট হওয়া কি আসলেই খুব বেশি কঠিন? কিছু জিনিস অভ্যাসে পরিণত করলেই আপনিও হয়ে যাবেন স্মার্ট!

Link copied!