সিলিং ফ্যান পড়ে মাথা ফাটলো সাবেক তথ্য প্রতিমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২২, ০১:৪৭ এএম

সিলিং ফ্যান পড়ে মাথা ফাটলো সাবেক তথ্য প্রতিমন্ত্রীর

মাথায় সিলিংফ্যান পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী গণমাধ্যমকে বলেছেন, “ দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালের একটি চিকিৎসক দল মুরাদ হাসানের বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।  সাবেক প্রতিমন্ত্রীর কপাল ফেটে গেছে। তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে।” মুরাদ হাসান বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলেও তিনি জানান।

দুর্ঘটনার বিষয়ে মুরাদ হাসানের ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম গণমাধ্যমকে বলেন, “বৃহস্পতিবার রাতে সিলিংফ্যান পড়ে মুরাদ হাসান এমপির কপাল ফেটে যায়। পরে সরিষাবাড়ী হাসপাতালে খবর দিলে চিকিৎসকের একটি দল তার বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেন। বর্তমানে এখন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।”

প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্যের জেরে গত বছর ধরে আলোচনায় ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সবশেষে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ  ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার মুখে পড়েন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি  ও প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান।

Link copied!