বৃষ্টির জন্য সৌদি মসজিদে মসজিদে নামাজ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৫, ২০২১, ০৮:৫৮ পিএম

বৃষ্টির জন্য সৌদি মসজিদে মসজিদে নামাজ

সৌদি আরবের মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিসহ দেশটির সব অঞ্চলের মসজিদে মসজিদে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকা’ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সূর্যোদয়ের ১৫ মিনিট পর এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের গণমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, মসজিদে হারামে সালাতুল ইসতিসকার ইমামতি করেন শায়েখ ড. বানদার বিন আবদল আজিজ আল বালিলাহ। অন্যদিকে শায়খ ড. আবদুল মুহসিন আল কাসেম মসজিদে নববিতে ইমামতি করেছেন।

কাতারভিত্তিক আলজাজিরাসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, বৃষ্টির জন্য সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদে হারামে। পবিত্র কাবা প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজে অংশ নেন মক্কা গভর্নর ও সৌদি বাদশার উপদেষ্টা প্রিন্স খালেদ আল ফয়সাল। নামাজে ইমামতি করেন কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। নামাজের পর তিনি রীতি অনুযায়ী খুতবা পাঠ করেন।

এর আগে, মসজিদে হারাম ও মসজিদে নববিতে সালাতুল ইসতিসকা আদায় করার আহবান জানিয় রাজকীয় বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, অনাবৃষ্টির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে বৃষ্টির নামাজ আদায় করা হবে।  

রাজকীয় ওই বিবৃতিতে বলা হয়, চলমান অবস্থায় সবার তওবা এবং পাপ থেকে ক্ষমা চাওয়া উচিত। সবাইকেই সর্বশক্তিমান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা, নিয়মিত জাকাত আদায় করা, নামাজ ও জিকিরসহ অন্যান্য নফল আমল বেশি বেশি পালন করা। তাহলে আল্লাহ বান্দাদের সব কাজ সহজ করে দেবেন এবং তাদের দুঃখ দূর করবেন। হয়তো এর মাধ্যমে আল্লাহ আমাদের রক্ষা করবেন এবং আমরা যা চাই তা আমাদের দেবেন।

সূত্র: সৌদি গেজেট

Link copied!