জানুয়ারি ৭, ২০২৪, ০৫:৪৪ এএম
চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় ঢাকা-১০ আসনের ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। সে সময় উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর কন্যা ভোট দেয়ার পর অলরেডি দুটি ভোট পেয়েছেন।
ফেরদৌস বলেন, ‘নৌকার বিজয় সুনিশ্চিত। অসাধারণ সকাল। আমি অভিভূত কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। সঙ্গে এসেছিলেন তার কন্যা পুতুল। তারা দুজনেই আমাকে ভোট দিয়ে গেলেন।’
নৌকার এই প্রার্থী বলেন, ‘আমি কথা দিয়েছিলাম ঢাকা-১০ কে বানাব ১০-এ-১০। ১০-এ দুই তো পেয়েই গেলাম। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে ভোট দেয়ার জন্য। মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো ভোট দিতে যাবে। আমি আশাবাদী, নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।’
এদিকে ভোট দেয়ার পর ‘ভোট ফর বোট’ স্লোগান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার জয় নিয়েও আত্মবিশ্বাসী তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমি সব সময় আত্মবিশ্বাসী। কারণ, আমি জানি জনগণ আমার সঙ্গে সবসময় আছে। ইনশাআল্লাহ নির্বাচনে আমরাই জয়লাভ করবো।
সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি। মানুষের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি। সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবেন তারা। নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জনগণ যাকে খুশি ভোট দিক, তবে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে শেষ হয়, সেটাই আমরা চাই।