ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। আগামী ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, বিকাল ৩ টায়, সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউয়ে নাম প্রকাশের মাধ্যমে নতুন দলের সুচনা ঘটবে।
সোমবার, ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে ‘নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বিষয়ক’ সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন দলের নাম ও প্রতীক কী হতে পারে এ বিষয়ে ধারণা দেন। আখতার হোসেন বলেন, তারা জনমত জরিপের মধ্য দিয়ে তারা অসংখ্য নামের পরামর্শ পেয়েছেন। তবে সেই নাম থেকে তারা কোন নামটি গ্রহণ করবেন সেটি তারা দল আত্মপ্রকাশের সময়ে জানাবে।
দলীয় প্রতীকের ক্ষেত্রেও আখতার হোসেন বলেন, উদীয়মান সূর্য, বই, কলম প্রভৃতি নাম আলোচনায় আছে। এদের মধ্য থেকে কোন একটি প্রতীক তারা গ্রহণ করবেন।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সংবাদ সম্মেলনে নতুন দলের আত্মপ্রকাশের দিন, তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, বিকাল ৩ টায়, সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউয়ে নাম প্রকাশের মাধ্যমে নতুন দলের সুচনা ঘটবে।
এদিকে নতুন দলের নেতৃত্ব নিয়ে বেশ কয়েকদিন ধরে নানা গুঞ্জন শোনা গেলেও এখনো চূড়ান্তভাবে জানা যায়নি, কারা নেতৃত্বে আসছেন।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে আজ-কালের মধ্যেই পদত্যাগ করতে পারেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর দলের সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। নতুন দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর নামও প্রায় চূড়ান্ত হয়েছে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানের পরিকল্পনা সাজাতে গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির বৈঠক হয়। এরই মধ্যে নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।