চাকরি হারাতে চলেছেন ইনটেলের ১৫ শতাংশ কর্মী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

আগস্ট ২, ২০২৪, ০৪:৫০ পিএম

চাকরি হারাতে চলেছেন ইনটেলের ১৫ শতাংশ কর্মী

ইনটেল

চাকরি হারাতে চলেছেন চিপ প্রস্তুতকারক সংস্থা ইনটেলের ১৫ শতাংশ কর্মী। প্রতিষ্ঠানটির খরচ কমানোর উদ্দেশ্যেই এই ঘোষণা দেওয়া হয়েছে।

ইনটেল জানায়, চলতি বছর তাদের ২০ বিলিয়ন ডলার খরচ কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ মাসে প্রযুক্তি সংশ্লিষ্ট সংস্থটি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। জানা গেছে, সম্প্রতি ১ দশমিক ৬ বিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হয় ইনটেল।

ইনটেলের কর্মশক্তির ১৫ শতাংশ কমিয়ে আনতে ১৭ হাজার ৫০০ জনকে ছাঁটাই করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্যাট জেলসিঙ্গার। এই বছরের শেষে সেই প্রক্রিয়া শুরুর বিষয়টি স্পষ্ট করেন তিনি।

ইনটেলের সিইও আরও বলেন, “আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সময় পার করছি। এজন্য আমাদের মূলধনের দিকেও নজর রাখা দরকার।”

চলতি বছর ২৯ জুন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৫০০ জনকে নিয়োগ দেয় ইনটেল। চাকরি থেকে যাদের ছাঁটাই করা হবে তাদের সঙ্গে চলতি বছরের মধ্যেই যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হবে।

সূত্র: এনডিটিভি

Link copied!