‘রক্ত যেমন ড্রাগকে ডাকে, রক্ত রিলকেও ডাকে’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১০:২৬ পিএম

‘রক্ত যেমন ড্রাগকে ডাকে, রক্ত রিলকেও ডাকে’

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন ভিডিও আধেয় ‘রিলস’। ফেসবুক-ইনস্টাগ্রাম-এক্স-ইউটিউবে রিলস দেখতে দেখতে ঘণ্টার পর ঘণ্টা পার করে দেন অনেকে। সময় কোন দিক দিয়ে চলে যায় খেয়ালও থাকে না। 

আবার অনেকে রিলস বানানোতে মজে থাকেন অনেকটা সময়। সহজে এডিট, গান যুক্ত করাসহ আরও অনেক অপশনের কারণে রিলস বেশ জনপ্রিয়। এছাড়াও কতজন দেখলো সেটা সহজেই দেখা যায় বলে রিলসে মানুষের আগ্রহ আরও বেশি। 

এবার এই রিলস নিয়ে নিজের আক্ষেপ প্রকাশ করলেন নির্বাসিত ও বিতর্কিত লেখক তসলিমা নাসরিন।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘যাদের কাজকর্ম নেই, সময়ের দাম নেই, যারা ‌টাইম পাস করার জন্য টাইম খোঁজে, রিল তাদের জন্য ঠিক আছে।’

তিনি আরও লিখেছেন, ‘রিল জিনিসটা খুব খারাপ। একটা রিলে ক্লিক পড়ল তো ব্যস, কয়েক ঘণ্টা কেটে যাবে একের পর এক রিল দেখতে দেখতে। এ অনেকটা ড্রাগের মতো, একবার নিলে বারবার নিতে হয়। রক্ত যেমন ড্রাগকে ডাকে, রক্ত রিলকেও ডাকে।’

তবে সৃষ্টিশীল মানুষরা যদি রিলের এই আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে না পারেন, তবে সৃষ্টিশীলতা গোল্লায় যাবে বলে মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। তিনি বলেন, ‘রিল ক্রিয়েটিভ মানুষের জন্য নয়।’

Link copied!