ইউনিসেফের 'ভ্যাকসিন চ্যাম্পিয়ন' হলেন মেহজাবিন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২১, ০৪:০৯ পিএম

ইউনিসেফের 'ভ্যাকসিন চ্যাম্পিয়ন' হলেন মেহজাবিন

দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অভিনয় দক্ষতা  দেখিয়ে দর্শকদের মাঝে এরই মধ্যে নিজের আসন পাকাপোক্ত করেছেন ছোট পর্দার এই লাস্যময়ী তারকা।

বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রীকে 'ভ্যাকসিন চ্যাম্পিয়ন' হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের শিশু উন্নয়ন ও নিরাপত্তাসংক্রান্ত বিশেষ সংস্থা ইউনিসেফ (বাংলাদেশ)।মহামারি করোনাভাইস প্রতিরোধী ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহ দিতেই তারকাদের নিয়ে প্রচারণা চালাচ্ছে সংস্থাটি। আর সে কারণেই মেহজাবিনকে নিয়ে তাদের এমন প্রচার।

ইউনিসেফ (বাংলাদেশ) তাদের ফেসবুক পেজে লিখেছে, 'বাংলাদেশের একজন শীর্ষ মডেল এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী মেহজাবিন বিশ্বাস করেন, আমাদের একের স্বাস্থ্য অপরের স্বাস্থ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল। তাই ইউনিসেফের সাথে, সঠিক সময়ে টিকা নিয়ে কেবল নিজেরই নয়, আশপাশের সকল মানুষকেও সুরক্ষিত রাখার অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।’

মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নিজের ফেসবুকে লেখেন, ‘টিকা আমাকে, আমার আপনজনদের এবং আমার দেশকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করেছে। যখন আপনার সময় আসবে, তখন করোনাভাইরাস থেকেও টিকা আপনাকে নিরাপদ রাখবে। তাই এই টিকাদান সপ্তাহে আপনার ও আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন এবং প্রতিটি মানুষের কাছে টিকা পৌঁছে দিতে আমার ও ইউনিসেফের সাথে আপনিও যোগ দেন।’

Link copied!