চিত্রনায়িকা শবনম বুবলীর লাশ হিমাগারের পাটাতন হয়ে বের হয়ে আছে। আর সেদিকে হতবাক হয়ে চেয়ে বসে আছেন নায়ক শরিফুল রাজ। এমনই এক করুণ দৃশ্য দেখা গেছে ‘দেয়ালের দেশ’ সিনেমার ফার্স্ট লুকে। যে দৃশ্য দেখে হতভম্ব হয়েছেন দর্শকরাও।
শনিবার (২৪ মার্চ) বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ী ‘দেয়ালের দেশ’ সিনেমার টিজার মুক্তি পায়। আর টিজার প্রকাশের পর পরই আলোচনায় উঠে এসেছে সিনেমাটি।দর্শক মহলেও তিব্র আগ্রহের সৃষ্টি করেছে এই টিজার। গল্পের রহস্যময় প্লট, রাজ-বুবলীর সাদামাটা সাজসজ্জা, তাদের দুর্দান্ত অভিনয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক- সবকিছু এক রহস্যের ইঙ্গিত প্রকাশ করেছে।
প্রকাশ হওয়া টিজার দেখেই বোঝা যাচ্ছে, রাজ মর্গে কাজ করেন। আর বুবলী একজন সাধারণ মেয়ে। স্বাভাবিকভাবেই মনে হয় তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। কিন্তু সেটি কেমন সম্পর্ক, তা স্পষ্ট বোঝা যায়নি।
সরকারি অনুদানের এই সিনেমা নির্মাণ করেছেন মিশুক মনি। কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। সিনেমাটিতে চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক শরিফুল রাজ ছাড়াও আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা সহ আরও অনেকে। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা।