গত বৃহস্পতিবার ৫৮-এ পা দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান । এবার বাদশাহ’র জন্মদিন উপলক্ষে ১ নভেম্বর বুধবার রাত থেকেই ভিড় জমেছিল তার বাড়ি ‘মান্নাত’-এর সামনে। মধ্য রাতেই বাংলোর ব্যালকনিতে হাজির হন কিং খান।
তখনই তিনি সকালে ‘ডানকি’ র টিজার আসছে বলে আভাস দেন। এরপর গেল বৃহস্পতিবার বেলা ১১টা বাজতে না বাজতেই প্রকাশ্যে আসে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমার প্রথম টিজার। শাহরুখের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ ইন্টারটেনমেন্ট থেকে টিজারটি মুক্তি পায়।
টিজারটির প্রথম দৃশ্যে দেখা যায়, মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে ছয়জন। একেবারে প্রথমে আছেন শাহরুখ খান। তাদের দলে রয়েছে এক মহিলাও। হঠাৎই গুলি ছুটে আসে। টিজারতি দর্শকমহলে দারুন সাড়া ফেলেছে।
গৌরী খান, রাজকুমার হিরানি আর জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডানকি’। হিরানি সিনেমাটির পরিচালকও। ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজির মতো একাধিক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
শাহরুখ খান ছাড়াও সিনেমাতে অভিনয় করেছেন বোমান ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার ও অনিল গ্রোভার।
চলতি বছরে ‘পাঠান’ আর ‘জওয়ান’ পরপর দুটি ব্লকবাস্টার উপহার দিয়েছেন শাহরুখ। এবার ‘ডানকি’র মাধ্যমে জনিপ্রয় নির্মাতা রাজকুমার হিরানির সিনেমাতে প্রথমবার কাজ করলেন কিং খান।