কেন হাশমিকে চুমু খেলেন ভাইজান!

শোবিজ ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৩, ১১:৩৮ এএম

কেন হাশমিকে চুমু খেলেন ভাইজান!

বালিউড সুপারস্টার সালমান খান, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমিসহ পুরো  ‘টাইগার ৩’- টিম এখন ভাসছে সাফল্যের জোয়ারে।  গেল শুক্রবার (১৭ নভেম্বর) মুম্বাইতে একটি প্রেস ইভেন্টে অংশ নিয়েছিলেন  ‘টাইগার ৩’- এর পুরো টিম। আর সেখানেই ইমরান হাশমিকে চুমু খেলেন ভাইজান।  

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে ‘টাইগার ৩’ সিনেমা। এ উপলক্ষে শুক্রবার একটি প্রেস ইভেন্টে অংশ নিয়েছিলো সিনেমাটির পুরো টিম। এ দিন বলিউডের তিন তারকাই দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তাদের সিনেমার প্রতি ভালোবাসা জানানোর জন্য। তবে এসময় সালমান খান ঘটালেন এক মজার কান্ড। 

মজা করে ইমরানকে চুমু খান সালমান, আর আর সে কান্ড দেখে উপস্থিত দর্শকরা ফেটে পড়েন হাসিতে। এসময় সালমান বলেন, ‘এই সিনেমায় ক্যাটরিনাও রয়েছে। তাই একটু রোমান্স তো করাই যায়’। 

রবিবার ১২ নভেম্বর দীপাবলির দিন ‘টাইগার ৩’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে বেশ ভালোই ব্যবসা করছে বক্স অফিসে। 

Link copied!