আমির খান ও কারিনা কাপুর অভিনীত সিনেমা লাল সিং চাড্ডার মুক্তির তারিখ আবারও পেছানো হয়েছে। আগামী ১৪ এপ্রিল আমিরের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) প্রতিবেদনে জানানো হয়েছে, অজ্ঞাত কারণে সিনেমার তারিখ পেছানো হয়েছে।
আসছে বছর ১৪ এপ্রিল আমির খান প্রোডাকশন নামের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। নতুন করে আগামী বছর ১৪ এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।
এই ছবিতে নিজের চরিত্রে নিয়ে আমির খান ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এই চরিত্রটাকে দেখলেই আপনি ভালোবাসবেন। লাল সিং চড্ডা ভীষণ সরল। যে কোনো বিষয়কে ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে সে। মুহূর্তের মধ্যে যে কারো সঙ্গে একটা সংযোগ স্থাপন করে ফেলবে।’
‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ইংরেজি ভাষার বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’ -এর বলিউড রিমেক। ‘ফরেস্ট গাম্প’ সিনেমায় অভিনয় করেন খ্যাতনামা অভিনেতা টম হ্যাংকস।