আবুধাবীতে আজ আবার শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ। বাংলাদেশ সময় রাত ১০টায় ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। ২৪ জুন ফাইনাল ম্যাচটি হয়ে যাবে পিএসএলের।
চলতি বছরের ৩ মার্চ করাচিতে পিএসএল বন্ধ হয়ে যায়। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ পাকিস্তানেও আছরে পরে। অনেক মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা যান। করাচিতে ২০ ফেব্রুয়ারি আসর শুরু হয়েছিল।
৬টি দল এই ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসরে খেলছে। ২০ জুন অবধি রয়েছে গ্রুপ পর্বের খেলা। তারপর প্লে অফ রয়েছে। আর ফাইনাল ২৪ জুন।