দশ জনের দল নিয়ে ইতালির লিগ সিরিএ চ্যাম্পিয়ন ইন্টারমিলানকে ৩-২ গোলে হারাল জুভেন্টাস। এই জয়ে শেষ চার ও চ্যাম্পিয়নস লিগে খেলার আশা টিকে থাকলো ক্রিস্টিয়ানো রোনালদোদের।
নাটকীয় ম্যাচ হয়েছে। জুভেন্টাসের বেন্টাকুর ৫৫ মিনিটে লাল কার্ড দেখেন। ৩৫ মিনিট ১০ জনের দল নিয়েও জয় নিয়ে বের হয়ে আসে জুভেন্টাস। কুয়াদ্রাদো ২টি ও ১টি গোল করেছেন রোনালদো। সিরিএ তে রোনালদোর ২৯টি গোল। ৫ লিগের সব খেলোয়াড়দের বিচারে বায়ার্নের লেভানডভস্কির পর তার গোল সংখ্যা দ্বিতীয়।
ইন্টারমিলানের একটি গোল পেনাল্টি থেকে পায় লুকাকু। আর অপর গোলটি চিয়েলিনির পায়ে লেগে হয়েছে (আত্মঘাতি)।
ইন্টারমিলানের ব্রোজোভিচও লাল কার্ড দেখেছেন। তবে সেটা ৯০ মিনিটের পরে। ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ জুভেন্টাস। ৩৬ ম্যাচে ৭৩ পয়েন্ট নাপোলির। ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় এসি মিলান।
আজ নাপোলি ও ফিওরেন্টিনার ম্যাচ আছে। নাপোলি জিতলে আবার চারে উঠে যাবে। জুভেন্টাসের পরের ম্যাচ ২৩ মে বোলোনিয়ার সঙ্গে। জুভেন্টাসের হাতে এখনও কিছু নেই। নাপোলি ও মিলানের ব্যর্থতাই কেবল তাদের চ্যাম্পিয়নস লিগে নিয়ে যেতে পারে।