ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে জো রুটের পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২২, ০৪:৩৩ পিএম

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে জো রুটের পদত্যাগ

ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন জো রুট। রুটের পদত্যাগের ঘোষণাটি ঠিক তখন আসলো, যখন ইংল্যান্ড দলে অস্থিরতা বিরাজ করছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ সিরিজ হারার পর সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ হেরেছে দলটি। এই মুহূর্তে ইংল্যান্ড দলে কোন ম্যানেজিং ডিরেক্টর নেই, কোন প্রধান কোচ নেই এবং রুটের পদত্যাগের ফলে কোন টেস্ট অধিনায়ক নেই।

গত ৫ বছর টেস্ট দলের অধিনায়ক থাকা অবস্থায় তিনি ৬৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এই টেস্টম্যাচগুলোর মধ্যে ইংল্যান্ড জিতেছে ২৭টিতে এবং হেরেছে ২৬টিতে। তবে সম্প্রতি টানা ম্যাচ হারায় সমালোচনা ওঠে রুটের নেতৃত্ব নিয়ে। গত ১৭ টেস্ট ম্যাচের মাত্র ১টি জয়লাভ করেছে ইংল্যান্ড। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের সাথে ১-০তে সিরিজ হেরে যাওয়ার পর তার পদত্যাগের বিষয়টি জোরেশোরে আলোচনায় আসে। রুট লিখেছেন, ‘‘পরিবারের সঙ্গে কথা বলেই ক্যারিবিয়ান সফর শেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলোর একটি এটি। ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। আমি জানি সিদ্ধান্ত নেওয়ার জন্য এটাই ভালো সময়। তবে আমি আন্তর্জাতিক খেলা চালিয়ে যাব। দলের জন্য আরও ভালো খেলতে পারলে ভালো লাগবে। পরবর্তিতে যে অধিনায়কের দায়িত্বে আসবেন, তাকে সব ধরণের সহায়তা করবো।”

আলিস্টার কুকের পর রুট টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, রুটের পর ইংল্যান্ড দলের অলরাউন্ডার ও বর্তমান ভাইস ক্যাপ্টেন বেন স্টোকস হতে পারে টেস্ট দলের নতুন অধিনায়ক। এছাড়া স্টুয়ার্ট ব্রড ও জস বার্টলারের নাম আলোচনায় আছে।   

Link copied!