এশিয়ান চ্যাম্পিয়নশিপ আর্চারিতে প্রথমবারের মতো জোড়া পদক জিতলো বাংলাদেশ। বুধবার (১৭ নভেম্বর) সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশের দিয়া ও নাসরিন ও বিউটি।
জয় দিয়ে প্রথম সেট শুরু করে বাংলাদেশ। প্রতিটি সেটে ৬টি করে তির ছুড়তে হয় আর্চারদের। প্রথম সেটে বাংলাদেশ ৬ শটে স্কোর করে ৫১ পয়েন্ট। ভিয়েতনাম এই সেটে পেয়েছে ৪৬ পয়েন্ট। এরপর টানা দ্বিতীয় সেটও জিতে নেয় বাংলাদেশ। এই সেটে বাংলাদেশের স্কোর ছিল ৫৭ পয়েন্ট, ভিয়েতনাম ৫২। অবশ্য তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল ভিয়েতনামের মেয়েদের। এই সেটে ৫৪ পয়েন্ট পায় ভিয়েতনাম, বাংলাদেশ পায় ৫৩। পঞ্চম সেটটি হয়েছে ড্র। এই সেটে দুই দলই পায় সমান ৫৩ পয়েন্ট। শেষ পর্যন্ত ৫-৩ সেট পয়েন্টে জিতে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ।
র্যাঙ্কিং রাউন্ডে টোকিও অলিম্পিকের স্কোর ছাপিয়ে যাওয়ার এই অর্জনে দারুণ খুশি আর্চার দিয়া। তিনি বলেন, ‘এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত আসরে এই প্রথম কোনো পদক জিতলাম এবং বাংলাদেশকে প্রথম পদক এনে দিতে পারলাম।’
অনুশীলনে চেস্ট গার্ডে সমস্যা হচ্ছিল বিউটির। একটু ভড়কে গেলেও কোচের সহযোগিতায় সাহস হারাননি মন্তব্য করে বিউটি বলেন, ‘কোচের কাছ থেকেই আমরা আত্মবিশ্বাস পাই। কোচের মুখ দেখলেই আসলে আমরা বুঝতে পারি সাফল্য অর্জন করব।’
আত্মবিশ্বাস জয়ের জন্য বড় ব্যাপার মন্তব্য করে বিউটি বলেন, এ বছর আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি, আত্মবিশ্বাস আগের থেকে বেড়েছে। এরই ফল এই পদক।