ফরাসি ওপেন

জকোভিচ ফাইনালে

স্পোর্টস ডেস্ক

জুন ১০, ২০২৩, ০৫:৫২ এএম

জকোভিচ ফাইনালে


ফরাসি ওপেনের ফাইনালের আগেই আরেক ফাইনাল হয়ে গেল।  শুক্রবার (৯ জুন) পুরুষ এককের সেমিফাইনালে স্পেনের আলকারাজকে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে হারান সার্বিয়ান তারকা জকোভিচ। আর উঠে গেছেন এই জয়ে ফাইনালে। 

রোলা গাঁরোর লাল মাটিতে নিজের তৃতীয় শিরোপা জয় থেকে এখন মাত্র এক পা দূরে জকোভিচ। স্প্যানিশ তারকা আলকারেজ র্যাং কিংয়ের এক নম্বর স্থান নিয়ে খেলতে এসেছেন।

জকোভিচের ক্যারিয়ারে গ্র্যান্ড স্লামের সংখ্যা ২২ টি। ২০১৬ ও ২০২১ সালে জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবেন ক্যাসপার রুড ও অ্যালেক্সান্ডার ভেরেভ। তাদের একজনকেই আগামী ১১ জুন ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবেন জকোভিচ।

Link copied!