দূর্দান্ত জয় দিয়ে টেনিসে ফিরলেন জকোভিচ।

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১২:১৪ এএম

দূর্দান্ত জয় দিয়ে টেনিসে ফিরলেন জকোভিচ।

দুবাই টেনিস চ্যাম্পিয়নস শীপে দূর্দান্ত জয় দিয়ে টেনিসে ফিরেছেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা সার্বিয়ান নোভাক জকোভিচ। তিনি বলেছেন, এটা তার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতার মধ্যে একটি। শুরুর ম্যাচে ইটালির লোরেন্জো মুসেত্তিকে ৬-৩,৬-৩ সেটে হারান জকোভিচ। তিনি বলেছেন, প্রায় ৩ মাস পরে এসে ব্যাক-টু-ব্যাক দুই সেটে জেতাটা অবশ্যই আনন্দদায়ক। সতীর্থ খেলোয়াড়দের আন্তরিকতা নিয়েও খুশি তিনি।

মাস দেড়েক আগে ভ্যাকসিন বিতর্কে মেজর ট্রফি হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ান ওপেন খেলতে দেওয়া হয়নি জকোভিচকে। ১৬ জানুয়ারী অস্ট্রেলিয়ার বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয় এসোসিয়েশন অব টেনিস প্রফেশনাল-এটিপির রেকর্ডে টানা ৩৬১ সপ্তাহ নিজেকে বিশ্বের ১ নম্বর টেনিস খেলোয়াড় হিসেবে ধরে রাখা জকোভিচকে। আর সেই সুযোগে সর্বোচ্চ ২১টি গ্রান্ড স্ল্যাম জেতার রেকর্ড নিজের করে নেন স্প্যানিস তারকা রাফায়েল নাদাল। র‌্যাংকিংয়ে বর্তমানে নাদালের অবস্থান ৫ নম্বরে। এর আগে নাদালও টানা ২০৯ সপ্তাহ ধরে টেনিসে বিশ্বের ১ নম্বর অবস্থান ধরে রেখেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের আগে জকোভিচ, সুইস তারকা রজার ফেদেরার এবং নাদাল তিনজনেরই গ্রান্ড স্ল্যামের সংখ্যা ছিলো ২০টি। 

 

আরও পড়তে পারেন-

বুধবার শুরু বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার খেলা

Link copied!