ইতালিকে হারিয়ে আত্মবিশ্বাসের হাওয়ায় ভাসছেন লিওনেল মেসি। দলের জয়ে এখন তিনি আরো বড় স্বপ্ন দেখতেই পারেন। ইতালিকে ৩-০ গোলে হারানো চাট্টিখানি কথা নয়। তবে তিনি চান জয়ের ধারাবাহিকতা থাকুক। টানা ৩২ ম্যাচে অপরাজিত এখন আর্জেন্টিনা। কোথায় থামবে এই জয়রথ। না চলতে থাকবে কাতার বিশ্বকাপ অবধি।
এ দুই অ্যাসিস্টের বাইরে বারবার ইতালির রক্ষণে হানা দিয়েছেন মেসি। গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমার দৃঢ়তায় বেশ কয়েকবার দারুণ আক্রমণ করেও গোল করতে পারেননি তিনি। তবে পুরো ম্যাচে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, যেকোনো দলকে মোকাবিলা করার জন্য প্রস্তুত তার দল। ইতালির মতো দারুণ দলকে হারিয়ে ফাইনালিসিমা জেতায় আনন্দটা আরও বেশি বলে মন্তব্য করেছেন মেসি। সবমিলিয়ে দারুণ অভিজ্ঞতার কথাই জানালেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা ভালো থেকে আরও ভালো হচ্ছি। আমরা আরও উন্নতি করতে পারি। আজ আমরা আরও একবার দেখিয়েছি যে দলটি সবকিছুর জন্যই প্রস্তুত। জয়ের ধারায় থাকাটা খুব ভালো ব্যাপার। দলটি ম্যাচ হারে না। এটা ইতিবাচক বিষয়। আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। এ ধারাটা ধরে রাখতে হবে। উন্নতি করে যেতে হবে। আমরা এটাই চাই।’