মেসির বাম হাতের আঙ্গুল চারটি!

স্পোর্টস ডেস্ক

জুন ১৫, ২০২৩, ০৯:১৪ পিএম

মেসির বাম হাতের আঙ্গুল চারটি!

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপ জয়ের পর  আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও মাঠে নেমেছে লিওনেল মেসির আর্জেডিন্টা। চীনের বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সাথে খেলছে মেসি বাহিনী। কাতার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হয়েছিল শেষ বারের মতো এই দুই দল। ওই ম্যাচে   অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

চীনে অনুষ্ঠিত এই ম্যাচকেও উপলক্ষ বানিয়েছেন আয়োজকেরা। বিশ্বকাপজয়ী দলের হাতে ম্যাচের আগে বা পরে সুদৃশ্য স্মারক তুলে দেওয়া হবে। এ স্মারকে ডিয়েগো ম্যারাডোনাও থাকছেন। অজিদের হাতেও এ স্মারক তুলে দেওয়া হবে।

সম্প্রতি আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ওই স্মারকের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, আর্জেন্টিনার দুই মহাতারকা ম্যারাডোনা ও মেসিকে। তাদের হাতেই রয়েছে বিশ্বকাপের ট্রফি। আর বিশ্বকাপ জয়ী দুই অধিনায়কই উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপের এই ট্রফি। তবে স্মারকে একটি খুঁতও খুঁজে বের করেছে সংবাদমাধ্যমটি। এর প্রতিবেদনে বলা হয়েছে, লিওনেল মেসির বাম হাতে পাঁচ আঙ্গুলের জয়াগায় চারটি কেন? হাতের রিং ফিঙ্গার বা অনামিকা কাটা অবস্থায় দেখা যাচ্ছে কেন?

Link copied!