কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে জিতেছে শ্রীলংকা। সফরকারী দক্ষিণ আফ্রিকাকে তারা ১৪ রানে হারিয়েছে। ৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিড লঙ্কানদের।
প্রথমে ব্যাট করে শ্রীলংকা ৯ উইকেটে ৩০০ রান সংগ্রহ করে। শ্রীলংকার ওপেনার আভিসকা ফার্নান্দো ১১৮ রানের ইনিংস খেলেন। এছাড়া ধনঞ্জয় ৪৪ ও চরিথ আসালঙ্কা ৭১ রানের লড়াকু ইনিংস খেলেন। ফার্নান্দো ১১৫ বলের ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কা হাঁকান। রাবাদা ও মাহরেজ ২টি করে উইকেট পেয়েছেন।
জবাবে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ২৮৬ রানে থেমে যায়। মার্করাম ৯৬ রানে আউট হন। ডুসেন ৫৯ রানে আউট হলে আশা কমে যায়। ক্লাসেন ৩৬ করে রান আউট হলে ম্যাচ শ্রীলংকার হাতে চলে যায়।
এখন দ্বিতীয় ম্যাচটি রয়েছে ৪ সেপ্টেম্বর। সেটা প্রোটিয়াদের সিরিজ বাঁচানোর লড়াই।