জানুয়ারি ২৯, ২০২৪, ০৮:১০ পিএম
সৌদি আরবের কিংডম অ্যারেনায় খেলা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসিকে বরণ করে নেয় আল হিলালের ফুটবল রোমান্টিকরা। বিশাল পোস্টার নিয়ে হাজির হয় তারা। ক্লাবের প্রীতি ম্যাচ বলে কথা। ভালবাসা ও সম্মান দেখায় তারা বিশ্বচ্যাম্পিয়নকে।
এ ম্যাচে ১৩ মিনিটে ২-০ তে লিড নেয় আল হিলাল। প্রথমার্ধ শেষে স্কোর ছিল ৩-১। পরের অর্ধে জ্বলে ওঠেন মেসি। পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি সমতাসূচক গোলে দেন অ্যাসিস্ট। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৮৮ মিনিটে হিলালের জয়সূচক গোলটি করেন ম্যালকম।
আল হিলাল মাথা ঠান্ডা রেখেছিল। কিন্তু মেসি জাদুকরী খেলা দেখান। নিজে গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন রুইজকে। ইন্টার মিয়ামি ও আল হিলালের ম্যাচটি ৩-৩ গোলের সমতায় শেষ হতে পারতো। তার আগে ম্যালকম গোল করে হিলালকে জয়ে ভাসান।
ম্যাচের ১৩ মিনিটের মধ্যে মিত্রভিচ ও আলহামদ্দান গোল করেন হিলালের হয়ে। ৩৪ মিনিটে মিয়ামির সুয়ারেজ গোলটি শোধ করেন। হিলালের মাইকেল ৩-১ করে ফেলেন স্কোর।
৫৪ মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করেন। রুইজকে পরের মিনিটে গোল করান। ৮৮ মিনিটে ম্যালকম জয়সূচক গোলটি করেন আল হিলালের হয়ে।