সেলফি তুলতে দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৬, ২০২৪, ০৮:০৮ এএম

সেলফি তুলতে দিলেন মেসি

সেলফি শিকারীকে সুযোগ করে দিলেন লিওনেল মেসি। ছবি : এক্স

রাতে ইন্টার মিয়ামি মেজর লিগ সকারে ১-০ গোলে জিতেছে। লিওনেল মেসি এই ম্যাচে খেলেছেন। গোল পাননি তবে ভাল খেলেছেন। 

যুক্তরাষ্ট্রে বডিগার্ড থাকে। গ্যালারি খোলা। ভক্ত ও সমর্থকরা প্রবেশ করেন অবাধে। বিশ্বচ্যাম্পিয়ন মেসির নিরাপত্তা জরুরি অবশ্যই। তবে মেসি আগের মতই আছেন।

গতরাতে এক বার্সেলোনার জার্সি পরিহিত সমর্থক প্রবেশ করেন। মেসি নিরাপত্তা রক্ষীকে বাধা দেন। তারপর সেলফি তোলার সুযোগ করে দেন। 

এর আগের ম্যাচে এক সমর্থককে বলেন,‘ তারাতারি সেলফি তোলো। গার্ড আসছে।’

Link copied!