কোপা আমেরিকায় অবশেষে গোল করলেন মেসি। ছবি: এক্স
লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে ভর করে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে হারাল আর্জেন্টিনা। আবার ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা। কানাডাকে তারা ২-০ গোলে হারিয়েছে।
জুলিয়ান আলভারেজ ২২ মিনিটে প্রথম গোলটি করেন। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মেসি কোপা আমেরিকার ৩৮টি ম্যাচ খেলেছেন। আর এটা তার ১৪তম গোল।
ক্যারিয়ারে মেসি কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছেন। আবার জাতীয় দলের হয়ে শিরোপা জেতার সম্ভাবনা তৈরী করেছেন।
কানাডা এবারই প্রথম কোপা আমেরিকায় খেলতে এসেছে। আর তারা শেষ চারেও উঠে যায়। ১৫ জুলাই এখন ফাইনালে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়া বা উরুগুয়ের বিপক্ষে।
দ্বিতীয় সেমিফাইনালে ১১ জুলাই মুখোমুখি হবে কলম্বিয়া ও উরুগুয়ে।