গোলের পর খুশি মেসি ছবি : টুইটার
প্রায় তিন সপ্তাহের মত মাঠের বাইরে ছিলেন। মেজর লিগ সকারে রবিবারের ম্যাচেও নামলেন বদলি হয়ে। তবে নেমেই গোল করেছেন লিওনেল মেসি।
ফ্লোরিডায় ইন্টার মিয়ামি ২-২ গোলে ড্র করেছে কলোরাডোর সঙ্গে। ম্যাচের ৫৭ মিনিটে জোড়ালো শটে গোল করেন মেসি। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মিয়ামি।
৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রেড বুলস।