ডিসেম্বর ৪, ২০২৪, ০৪:০০ এএম
জ্যামাইকায় দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়েছে বাংলাদেশ। ২ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল।
ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ক্যারিবীয়রা ১৮৫ রানে থেমে যায়। এই টেস্টে ৬ উইকেট শিকারি তাইজুল। দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৫ উইকেট নেন তিনি। আগের ইনিংসে ছিল ১ উইকেট।
জাকের আলি অনিকের ৯১ রানে ভর করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৬৮ রান করেছিল। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়। নাহিদ রানা ৫ উইকেট নিয়েছিলেন।
প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে জয় পেয়েছিল।