জামাল ভূঁইয়াদের জন্য সুখবর, নতুন সতীর্থ হামজা আসছেন

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৪:২১ পিএম

জামাল ভূঁইয়াদের জন্য সুখবর, নতুন সতীর্থ হামজা আসছেন

হামজা দেওয়ান চৌধুরী

বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী লাল-সবুজের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন। খুব শিগগিরই জামাল ভূঁইয়াদের দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

তিনি বলেন, ‘হামজার সঙ্গে কথা চলছে। সে খেলতে আগ্রহী। খুব শিগগিরই বাংলাদেশের হয়ে খেলতে পারবে হামজা।’

বাফুফের এই সহ-সভাপতি বলেন, ‘আমরা এটি কয়েক দিনের মধ্যেই নিশ্চিত করতে পারব।’

বাংলাদেশে তাঁদের বাড়ি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে। ছয় মাস বয়স থেকে পরিবারের সঙ্গে বাংলাদেশে যাতায়াত শুরু হয় হামজার। তাঁর দেওয়া তথ্যমতে, বাংলাদেশে আসা হয়েছে ২০ বারের মতো। সর্বশেষ এসেছিলেন চার বছর আগে। পেশাদার খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর চাপ বেড়ে যাওয়ায় আপাতত বাংলাদেশে আসা-যাওয়া কম।

হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলেছেন ২০১৮ সালে। তার স্বপ্ন ইংল্যান্ডের জাতীয় দলে খেলা। তবে সেই সুযোগটা পাচ্ছেন না।

আগামী মাসে ফিফা ২০২৬ বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইয়ের গ্রুপ পর্বের খেলা রয়েছে বাংলাদেশের। ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ কুয়েতে এবং হোম ম্যাচ ২৭ মার্চ ঢাকায়।

Link copied!