গোলের পর লিওনেল মেসি ছবি : টুইটার
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ড্র করেছে ইন্টার মিয়ামি। ন্যাশভিল ও মিয়ামির শেষ ষোলোর প্রথম লেগটি ২-২ গোলে শেষ হয়েছে। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ গোল করেছেন এই ম্যাচে।
ন্যাশভিলের শ্যাফেলবার্গ ৪৬ মিনিটের মধ্যে ২ গোল দিয়ে দলকে ২-০ তে লিড এনে দেন। মেসি ৫২ মিনিটি একটি গোল করেন। সুয়ারেজ মান বাঁচান অতিরিক্ত সময়ে (৯০+৫)। তার গোলে ২-২ এ শেষ হয় ম্যাচ।
এখন দ্বিতীয় লেগে জয়ের ব্যাপারে আশাবাদী হবেন মেসিরা। কোয়ার্টার ফাইনালে যেতে সে ম্যাচ জিততে হবে।