ব্রাজিল উড়েছে বিশ্বকাপ বাছাইয়ে

গোল পেলেন না মেসি, জয় পেল না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১১, ২০২৪, ০৫:৩৬ এএম

গোল পেলেন না মেসি, জয় পেল না আর্জেন্টিনা

অনেক দিন পর খেলতে নেমে গোল পেলেন না মেসি। ছবি : এক্স

ফিফা বিশ্বকাপ বাছাইয়ে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। ১-১ গোলে ড্র করেছে তারা ভেনেজুয়েলার বিপক্ষে। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ যাত্রায় যেতে চাওয়া ব্রাজিল ২-১ গোলে চিলিকে হারিয়েছে।

লিওনেল মেসি চোটের জন্য কোপা আমেরিকার পর আর জাতীয় দলের জার্সিতে খেলেননি। তিনি খেলেছেন। তবে গোল পাননি। নিকোলাস ওটামেন্ডির ১৩ মিনিটের গোলে আনন্দ ছিল। কিন্তু ভেনেজুয়েলার রন্ডন ৬৫ মিনিটে গোলটি শোধ করে দেন। 

ব্রাজিলের জয়ের রাতে গোল করেছেন ইগোর জেসুস ও লুইজ হেনরিক। 

Link copied!