অক্টোবর ১৮, ২০২৪, ০৬:৪৫ এএম
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা মেসিকে সর্বকালের সেরা ফুটবলার ঘোষণা করে বিশেষ ট্রফিও দিয়েছে। ছবি : এক্স
লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার ঘোষণা দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। মেসি তার ক্যারিয়ারে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা জেতেন আর্জেন্টিনার হয়ে। ক্লাব লেভেলে তার ৪টি চ্যাম্পিয়নস লিগ রয়েছে বার্সেলোনার হয়ে।
মেসির একটি সাক্ষাতকার নিয়েছে মার্কা। সেখানে মেসি বলেন,‘ ফুটবলে আমার জন্য কী বাকি আছে? ঈশ্বরকে ধন্যবাদ এজন্য যে স্বপ্ন আমার ছিল তার সব পূরণ হয়েছে। সবচেয়ে বড় ছিল বিশ্বকাপ জেতা।’
মেসি এখন ইন্টার মিয়ামিতে খেলেন। এখনও ফুটবল উপভোগ করেন তিনি,‘ জীবনে সব কিছুর পেছনে কারণ রয়েছে। আমি এখন জীবনটা উপভোগ করবো।’