মেসি-ম্যারাডোনার বিখ্যাত ১০ নম্বর জার্সি তুলে রাখা হবে!

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১, ২০২৪, ০৭:৫২ পিএম

মেসি-ম্যারাডোনার বিখ্যাত ১০ নম্বর জার্সি তুলে রাখা হবে!

লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন। ম্যারাডোনা ১৯৮৬ ও মেসি ২০২২ সালে এই শিরোপা জেতেন। ম্যারাডোনা আর বেঁচে নেই। তবে তার ও মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। মেসি অবসরে যাওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিয়া তাপিয়া। সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে মেসির পর আর কাউকে ১০ নম্বর জার্সি দেওয়া হবে না। তাপিয়া বলেন, ‘মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর আর কাউকে ১০ নম্বর জার্সি দেওয়া হবে না। এটা মেসির সম্মানের জন্যই করা হবে। মেসির সম্মানে ১০ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে। অন্তত এটুকু সম্মান আমরা দিতেই পারি।’

মেসি ২০২৪ কোপা আমেরিকা খেলবেন। তারপর সিদ্ধান্ত নেবেন আর কতটা সময় তিনি আন্তর্জাতিক ফুটবল খেলবেন। 

Link copied!