কানাডা ম্যাচের আগে অনুশীলনে লিওনেল মেসি। ছবি: আর্জেন্টিনা ফুটবল
কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা ও কানাডা খেলবে। বুধবার ভোর ৬টায় খেলা। লিওনেল মেসিরা আরেকটি ফাইনাল খেলার আশা নিয়ে মাঠে নামবে। এই ম্যাচের আগে কানাডার কোচ হেসে সতর্ক করলেন মেসি।
মেসি এই কোপা আমেরিকায় গোল পাননি এখনও। ৪ ম্যাচের তিনটি খেলেছেন তিনি। তবে গোল নেই এখনও। কানাডার কোচ বলেন,‘ আমরা শুধু রক্ষণ করার জন্য নামব না। আমরা যেভাবে খেলতে চাই, সেভাবেই খেলব এবং এরপর দেখব যে সেটা চালিয়ে যেতে পারি কি না। মেসিকে আরও ভালোভাবে সামলাব আমরা।’
গত আসরে মেসির আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। আবার তারা শিরোপা লড়াই করতে চায়।