কাতারে ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান লিওনেল মেসি। ছবি : ফেসবুক
আর্জেন্টিনার সাবেক ফুটবলার রিকুয়েলমে বিশ্বাস করেন লিওনেল মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা উচিত। মেসি ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ জিতেছেন। আবার এরপর আরেকটি কোপা আমেরিকাও জেতেন।
ফুটবলে সব ট্রফি ও সম্মাননা জয় করেছেন মেসি। দুটি কোপা আমেরিকার পাশাপাশি একটি ফিফা বিশ্বকাপ রয়েছে তার।
রিকুয়েলমে আশাবাদী। তিনি বলেন,‘ আপনি কখনোই জানেন না যে সে কী করতে পারে। আমার কোনো সন্দেহ নেই যে সে আগামী বিশ্বকাপে খেলবে, তাকে খেলতেই হবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
কোপা আমেরিকা জয়ের পর আর মাঠে নামেননি মেসি। গোড়ালির চোট ছিল। শনিবার (রবিবার ভোর ৫টা ৩০ মিনিট) ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারের ম্যাচ খেলতে পারেন মেসি।