জুলাই ১৪, ২০২৪, ০৯:২৩ এএম
জাতীয় দলের আর একটি শিরোপা জয়ের পথে মেসি। ছবি: আর্জেন্টিনা ফুটবল
জাতীয় দলের হয়ে আর একটি ফাইনাল খেলতে চলেছেন লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় শুরু হবে। আর্জেন্টিনার মুখোমুখি হবে ২৮ ম্যাচ অপরাজিত থাকা হামেস রদ্রিগেজের কলম্বিয়া।
মেসি কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয় করেছে। আরও একটি কোপা আমেরিকা হয়ে পথে তিনি। মেসি ক্লাব ও জাতীয় দলের হয়ে সব জিতেছেন। ৩৭ বছর বয়সে আরও একটি ফাইনালের সামনে তিনি।
মেসি ২০০৮ সালে অলিম্পিক স্বর্ণও জয় করেছেন। কোপা আমেরিকা জয় হবে বড় কিছু। যদিও এই ম্যাচের ফল যাইহোক। মেসি এখনই থামছেন না। সামনে তার ২০২৬ বিশ্বকাপ ডাকছে।