এমএলএস বর্ষসেরা পুরস্কার জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৪, ১২:৫৪ পিএম

এমএলএস বর্ষসেরা পুরস্কার জিতলেন মেসি

ছবি: সংগৃহীত

এমএলএসের বর্ষসেরার পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। পেয়েছেন আমেরিকান মেজর সকার লিগের (এমএলএস) ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ অ্যাওয়ার্ড। এটি আর্জেন্টাইন খুদেরাজের ক্যারিয়ারের ৭৯তম ব্যক্তিগত অ্যাওয়ার্ড।

ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। দলকে জিতিয়েছেন সাপোর্টাস শিল্ড পুরস্কার।

২০২৪ সালটা পরিকল্পনা অনুযায়ী পার করতে পারেনি মেসি। ইনজুরিতে চোটের কারণে তিন মাসের বেশি সময় ছিল মাঠের বাইরে। দিনের হিসেবে সেটা ৬২। তবে যখনই নেমেছেন মাঠে নেমে মুগ্ধতা ছড়িয়েছেন। ১৯ ম্যাচ খেলে লিও করেছেন ২০টি গোল আর সতীর্থদের দিয়ে করিয়ে নিয়েছেন আরও ১৬টি গোল।

পুরস্কার পাওয়ার পরে মেসি নিজেই জানিয়েছেন লিগ শিরোপা জিততে না পারার আক্ষেপ। তবে এমএলএস কাপ জিতে সেই আক্ষেপ ঘোচাতে চান মেসি, ‘এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি। পরের মৌসুমে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে চেষ্টা করবো।’ 

Link copied!