মেসির নাম বলে রক্ষা বৃদ্ধার!

স্পোর্টস ডেস্ক

মার্চ ৯, ২০২৪, ১২:০৩ এএম

মেসির নাম বলে রক্ষা বৃদ্ধার!

লিওনেল মেসি অনুপ্রেরণার নাম। অনেকে বেশ সমীহ করেন। মেসি ফুটবল রোমান্টিকদের ভালবাসার জায়গা। মেসিকে ভালবাসেন না এমন মানুষ পাওয়া যাবে না। এবার এক বৃদ্ধার জীবন রক্ষা হলো তার নামে। 

 ইসরায়েলের কিব্বুতজ শহরে নিজের বাসায় ভয়ংকর এক বিপদের মুখোমুখি হন ইস্টার কুনিও নামের সেই বৃদ্ধা ও তাঁর পরিবার

হামাস সৈন্যদের কাছে দুই নাতিসহ আটকা ছিলেন আর্জেন্টাইন বৃদ্ধা। তার নাতিরা এখনও অপহৃত অবস্থায় আছেন। কিন্তু সৌভাগ্যক্রমে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন কুনিও। তাকে বাঁচিয়ে দিয়েছে স্রেফ একটি নাম। সেই নামটা লিওনেল মেসি! 

সেই বৃদ্ধা কোনোভাবে আটকা পড়েন। সেই তিনি বলেন,‘ আমি তাকে (হামাস সৈন্য) বলেছিলাম আমার সঙ্গে কথা না বলতে। কারণ, আমি তার ভাষা বুঝতে পারছিলাম না। তিনি বোধহয় আরবি ভাষায় কথা বলছিলেন এবং আমি কিছুটা হিব্রু ভাষায় কথা বলতে পারছিলাম। তাকে বলছিলাম আর্জেন্টাইন স্প্যানিশ ভাষায় কথা বলতে আমি অভ্যস্ত। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আর্জেন্টিনা…? এরপর আমি তাকে বললাম, আপনি কি ফুটবল খেলা দেখেন? তিনি বললেন, ফুটবল পছন্দ করেন এবং আমি তাকে বললাম, আমি মেসির দেশ থেকে এসেছি।

তিনি খুব অবাক হলেন এবং আমাকে বললেন, সে মেসিকে ভালোবাসে। এরপর তিনি আমার কাঁধের ওপর হাত রাখেন এবং আমার হাতে তার বন্দুক (একে ৪৭) তুলে দেন। তিনি আমাকে শান্তি চিহ্ন (ভি চিহ্ন) দেখাতে বললেন এবং আমাকে নিয়ে ছবি তুললেন। মেসির জন্য আমি প্রাণে বেঁচেছি। মেসি যদি এই ছবি দেখে থাকেন, তাহলে আপনি আমার নাতিদের সাহায্য করুন। ওরা এখনও জিম্মি আছে। ওরা খুব ভালো বাচ্চা। ওদের নাম ডেভিড এবং আরিয়েল।

 

Link copied!