আন্তর্জাতিক প্রীতি ফুটবল

মেসির জোড়া গোল

স্পোর্টস ডেস্ক

জুন ১৫, ২০২৪, ১১:১৮ এএম

মেসির জোড়া গোল

লাওতারো মার্টিনেজ ও মেসি দুটি করে গোল করেছেন। ছবি: ফেসবুক

লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজের জোড়া গোলে গুয়েতেমালাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচ খেলেছে বিশ্বচ্যাম্পিয়নরা। মেসি ফর্মে ছিলেন। তবে গোলকিপারের ভুলে একটি গোলও পেয়েছেন। 

ম্যাচের ৪ মিনিটে আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ আত্মঘাতি গোল করেন। ১-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ১২ মিনিটে মেসি সেটা শোধ করে দেন। এরপর ৩৯ ও ৬৬ মিনিটে লাওতারো দুটি গোল করেছেন। মেসির দ্বিতীয় গোলটি ছিল ৭৭ মিনিটে।

ম্যাচের ১২ মিনিটে মেসির গোলটি ছিল মজার। গুয়েতেমালার গোলকিপার ভুলে ডি বক্সে দাঁড়িয়ে থাকা মেসিকে পাস দেন। মেসি ফাঁকা নেটে বল পাঠিয়ে দেন। এমন ভুল গোলকিপার করতে পারেন সেটা কারও বিশ্বাস হচ্ছে না।  

আর্জেন্টিনা প্রস্তুতি নিয়ে ফেলেছে। কোপা আমেরিকায় তারা প্রথম ম্যাচ খেলবে ২১ জুন ভোরে কানাডার বিপক্ষে। 

 

Link copied!